খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের গ্রাহক সমাবেশ ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান এ. কে. এম পেয়ার আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শাখার বিশিষ্ট গ্রাহকগণ তাদের মতামত ব্যক্ত করেন। এসময় রংপুর জোনের ১৯টি শাখার ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।