খোলাবাজার২৪ রবিবার ২৯ জুলাই, ২০১৮ : ২৯ জুলাই ২০১৮, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৮ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ -এর বলরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, বদিউর রহমান, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, মোঃ আমির উদ্দিন পিপিএম এবং আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ ব্যাংকের শীর্ষ নির্বাহিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৫৫টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৮ সালের প্রথম ৬ মাসে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৭,০২১ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৫,৭৯৫ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৯,১১৭ কোটি এবং ৫,৩৫০ কোটি টাকা। এ সময়ে ব্যাংক ২,০৯৬ কোটি টাকার বৈদেশিক রেমিটেন্স সংগ্রহ করেছে। শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।