খোলাবাজার২৪.বৃহস্পতিবার ০৯ আগস্ট , ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের উদ্যোগে বিনিয়োগ গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে শরী‘আহ সচেতনতা শীর্ষক আলোচনা সভা সম্প্রতি খুলনা জোন অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামছুল হুদা। ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল আজম, ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান ও শেখ আব্দুস সালাম। অনুষ্ঠানে খুলনা জোনের শাখাসমূহের প্রধানসহ কর্মকর্তা ও বিনিয়োগ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।