খোলাবাজার২৪.শনিবার ১১ আগস্ট ,২০১৮ঃ ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাত থেকে কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা হাজার হাজার টিকেটপ্রত্যাশী।
অগ্রিম টিকেট বিক্রির চতুর্থ দিন শনিবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেড় ঘণ্টার বেশি সময় টিকেট বিক্রি বন্ধ থাকে। একই কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি বন্ধ থাকে আধা ঘণ্টার বেশি।
দুই স্টেশনেই সকাল ৮টায় নির্ধারিত সময়ে কাউন্টার খুলে টিকেট বিক্রি শুরু করেন রেল কর্মকর্তারা। কিন্তু কমলাপুরে সকাল সাড়ে ৯টার দিকে সমস্যা শুরু হয়। ইন্টারনেট বিঘ্নিত হওয়ায় সার্ভারে ঢুকতে না পেরে তারা টিকেট বিক্রি করতে পারছিলেন না।
সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুরে টিকেট বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে লাইন ঠিক হওয়ার পর বেলা ১২টায় আবার টিকেট বিক্রি শুরু হয় বলে কমলাপুরের স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান।
একই কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টিকেট বিক্রি বন্ধ থাকে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান।
ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় শুক্রবারও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর টিকেট বিক্রি শুরু করেছিল রেল কর্তৃপক্ষ।