খোলাবাজার২৪.শনিবার ১১ আগস্ট ,২০১৮ঃ নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পর নড়েচড়ে বসে ট্রাফিক পুলিশ। শুরু করে ট্রাফিক সপ্তাহ। এর ষষ্ঠ দিনেই রাজধানীর সড়কে দেখা গেল বড় অনিয়ম। আগের মতোই বাসের চালকের আসনে আসিন হলেন হেলপার, যার নেই ড্রাইভিং লাইসেন্সও। চালাচ্ছিলেন নিউ ভিশন পরিবহনের একটি বাস। আর এই বাসটি ধাক্কা দিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িতে।
শুক্রবার রাতে এ ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, পুলিশ বাসচালক মানিক মিয়া ও তার সহকারী ইব্রাহীমকে আটক করেছে। বাসটি মন্ত্রীর গাড়িকে পেছন থেকে হালকা ধাক্কা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি।