Fri. May 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪. সোমবার ১৩ আগস্ট ,২০১৮ঃ  তাজিকিস্তানে পর্বতের ওপর হেলিকপ্টারের বিড়দজনক অবতরণের কারণে ১৩ পরর্বতারোহী ও ৩ হেলিকপ্টারের ক্রু নিখোঁজ হয়েছে। খবর এএফপি’র।

মধ্য এশিয়ার এ দেশটির জরুরি কমিটি সোমবার জানায়, রোববার গ্রিনিচ মান সময় ১১ টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা হয়। তারা জানায়, ইতোমধ্যে উদ্ধার কাজ চলাতে ঘটনাস্থলে দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

কমিটি আরো জানায়, পর্বত ইসমোইলি সোমনির উপর থেকে আরোহীরা ফিরে আসছিল। পরর্বতারোহী ও ক্রুদের অবস্থান চিহিৃত করা যায়নি।