খোলাবাজার২৪. সোমবার ১৩ আগস্ট ,২০১৮ঃ ১২ আগষ্ট ২০১৮ ইং তারিখে, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং শাহ গ্লোবাল এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানী ওয়েষ্ট ২ ইস্ট সার্ভিস লিমিটেড (শাহ গ্লোবাল) এর মাধ্যমে প্রেরিত রেমিট্যান্স সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা থেকে উত্তোলন করা যাবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ও শাহ গ্লোবাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সানাম মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই সময় উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে এখন থেকে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত রেমিট্যান্স শাহ গ্লোবালের মাধ্যমে প্রেরণ করতে পারবেন যা দেশব্যাপী বিস্মৃত সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা থেকে উত্তোলন করতে পারবেন।