খোলাবাজার২৪. মঙ্গলবার ১৪ আগস্ট ,২০১৮ঃ মোঃরাসেল মিয়া : নরসিংদী প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের সোনাইমুড়িতে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৬।আজ মঙ্গলবার সকাল ৭:৩০ দিকে উপজেলার সোনামুড়ির টেক এলাকায় মিতালী পরিবহনের বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়।নিহত দুই নারীর মধ্যে একজনের নাম সাবিনতুন নেসা। অপর নারী ও পুরুষর নাম-পরিচয় জানা যায়নি।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।