Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪. বৃহস্পতিবার ১৬ আগস্ট ,২০১৮ঃ চট্টগ্রামের কেরানি হাটে গত ১৬ আগস্ট ২০১৮ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, জনাব সাইফুজ্জামান চৌধুর,এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি এবং জনাব আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন, এমপি।   

অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব  এ ই আব্দুল মুহায়মেন সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কেরানী হাট, চট্টগ্রাম শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘     

এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’    

ক্যাপশনঃ চট্টগ্রামের কেরানি হাটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখার উদ্বোধন করছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি; জনাব আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন, এমপি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এ ই আব্দুল মুহায়মেন।