খোলাবাজার২৪. বৃহস্পতিবার ১৬ আগস্ট ,২০১৮ঃ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩-তম শাহাদত বার্ষিকী পালন করে। এদিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে কর্পোরেশন চত্ত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. দৌলতুন্নাহার খানম দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।
এছাড়া, কর্পোরেশনের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সদর দফতর ও ঢাকাস্থ ২টি জোনাল অফিস এবং এর আওতাধীন রিজিওনাল/শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।