খোলাবাজার২৪. বৃহস্পতিবার ১৬ আগস্ট ,২০১৮ঃ অলংকারে আভিজাত্যের ছোঁয়া নিয়ে আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক ডিজাইনের ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌছে দিতে ঢাকা নিউ মার্কেটে উদ্বোধন করা হল নতুন শো-রুম।
বৃহস্পতিবার সকালে ফিতা কেটে শো-রুমটি উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ ব্যবসায়িক ও গর্ণমান্য ব্যক্তিবর্গ।
শো-রুমটি উদ্বোধনের পরই ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। আসন্ন ঈদকে সামনে রেখে ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি পণ্য তুলে দিতে ঢাকার ক্রেতাদের প্রাণ কেন্দ্র নিউ মার্কেটে স্থাপন করলো দেশের জুয়েলারিতে প্রথম ‘ISO Certified ’ ও এক নম্বর খ্যাতি অর্জনকারী জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লি:।
নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি দিচ্ছে DIAMOND JEWELLERY এর উপর 31% DISCOUNT, GOLD JEWELLERY এর MAKING CHARGE 100% FREE, এছাড়া ও ক্রেতা পাবেন শর্ত সাপেক্ষে আকর্ষনীয় ডায়মন্ড পণ্য উপহার।