Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.বৃহস্পতিবার-৩০ আগস্ট ,২০১৮ : এই প্রথম অভিনয় করলেন দেশীর সংগীতের অন্যতম তারকা হাবিব ওয়াহিদ।

মিউজিক ভিডিওতে গানে গানে রোমান্টিক লুকে ধরা দিলেও এবার হাবিব এলেন সরাসরি অভিনয়ে। তবে তার নতুনগান ‘আবার তুই’কে ঘিরেই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ২২ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এটি।

হাবিব ওয়াহিদের সাথে এতে অভিনয় করেছেন আয়েশা মারজানা। হাবিবের সুর-সংগীতে ‘আবার তুই’ গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা।

এ প্রসঙ্গে হাবিব বলেন, “মিথ্যে নয় এবং ঝড় গান দুটির ভিডিওতে ডায়লগ না দিলেও আমি অভিনয় করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আইডিয়াটি এসেছে মূলত অংশু ভাইয়ের মাথা থেকে। গানটি শোনার পর তিনিই গল্পটি তৈরি করে আমার সঙ্গে শেয়ার করেন। গল্পটি আমার খুব ভালো লেগে যায়। যার ফলে অভিনয় করতে রাজি হই। আশা করি দর্শক-শ্রোতারাও কাজটি উপভোগ করবেন।”

 

২৯ আগস্ট সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।