Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.বৃহস্পতিবার-৩০ আগস্ট ,২০১৮ : (মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃ)নরসিংদীতে নিয়মনীতি না মানায় ২টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ডদিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া ও মেহের নিগার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস উপস্থিত ছিলেন।দন্ডপ্রাপ্ত হাসপাতাল দুটি হলো- শহরের ভেলানগর এলাকার সুপ্রীম জেনারেল হাসপাতাল ও সততা জেনারেল হাসপাতাল।ভ্রাম্যমান আদালতের বিচারক মো: শাহ আলম মিয়া জানান, শহরের এ হাসপাতাল দুটির লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় আইনী শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় ভোক্তা অধিকার আইন ও বেসরকারি হাসপাতাল পরিচালনা আইনে সততা জেনারেল হাসপাতালকে ৬০ হাজার ও সুপ্রীম জেনারেল হাসপাতালকে ৮০ হাজার টাকা অর্থদ- প্রদান করে তাৎক্ষনিক তা আদায় করা হয়।জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া।তিনি আরো জানান, ভেলাগর বাজারের সুপ্রিম জেনারেল হাসপাতালে আগষ্ট মাসে ৬৩টি জুলাই মাসে ৬০টি এবং জুন মাসে ৪২টি করে প্রসুতি মায়েদের সেজারের মাধ্যমে অপারেশন করানো হয়। যা হতাশা জনক বলে জানালেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস।