খোলাবাজার২৪. মঙ্গলবার ,০৪ সেপ্টেম্বর ২০১৮ : সালমান শাহর মৃত্যু নিয়ে এখনও রয়ে গেছে নানান আলোচনা-সমালোচনা। আগামী ৬ই সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী। সালমানের মৃত্যুবার্ষিকীর আগে অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের মতো তানভীন সুইটি জানান সালমানকে নিয়ে তার অনুভূতির কথা।
তিনি বলেন, একজন মানুষের ভালো ব্যবহারের কারণেই তাকে আজীবন মনে রাখতে হয়। সালমান শাহর ব্যবহার প্রত্যেককে মুগ্ধ করতো। সেই মুগ্ধতা এখনো আমার কাটেনি।
সালমান শুটিং স্পটে আমাকে সে ম্যাডাম বলে ডাকা শুরু করে। এটির কারণ জানতে চাইলে সে মজা করে বলে ফিল্মের নায়িকাদের ম্যাডাম বলে ডাকি। সত্যি বলতে, সে সময়ে সে এত বড় তারকা হওয়ার পরেও আমার সঙ্গে স্বাচ্ছন্দ্যে অভিনয় করে। এমনকি তার স্ত্রী সামিরাকে বলে দেয় আমাকে সহযোগিতা করার জন্য। সামিরাও বেশ হেল্পফুল ছিল। তার অকাল মৃত্যুতে মর্মাহত হয়েছি।
সালমান শাহর বিপরীতে ‘স্বপ্নের পৃথিবী’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে ছোট পর্দায় অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। ১৯৯৫ সালের দিকে এই নাটকের শুটিং হয় বলে জানান তিনি।