খোলাবাজার২৪. বৃহস্পতিবার ,০৬ সেপ্টেম্বর ২০১৮ : লাতিফুল সাফি ডায়মন্ডঃ প্রতি বছরের ন্যায় তারাগঞ্জে আজ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ পালিত হয়। জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে আজ বৃহঃবার সকাল ১০.৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিশ্বরোড ও তারাগঞ্জের প্রধান কিছু সড়ক প্রদক্ষিন করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাগলাপীর -এর আওতাধীন তারাগঞ্জ সাব জোনাল অফিসের সামনে অবস্থান করেন। উক্ত কর্মসূচীর র্যালি
শেষে উপস্থিত অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী-লীগের সভাপতি আল-হাজ্ব আতিয়ার রহমান। তিনি বলেন তার সরকার বিভিন্ন উন্নয়নের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর যে অঙ্গিকার নিয়ে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন, তার উল্লেক্ষ্য যোগ্য নিদর্শন হিসাবে নিজ উপজেলা তারাগঞ্জ এর কথা তুলে ধরেন। বিগত দিনের চেয়ে বর্তমান বিদ্যুৎ এর লোড শেডিং অনেক কম। যা উপজেলা বাসির জন্য সন্তোষ জনক বটে।
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ উদযাপনে শতভাগ বিদ্যুতায়ন ও বর্তমান বিদ্যুৎ- এর সেবা সম্পর্কে সাব জোনাল অফিসার কাজী হাফিজুল ইসলামের সাথে অফিস সাক্ষাৎকার জানতে চাইলে তিনি বলেন,শতভাগ বিদ্যুতায়নের সফলতায় আমি আপনাদের দোয়া এগিয়ে আছি। হালকা কিছু সমস্যা থাকলেও তার ব্যবস্থাও হয়ে গেছে বলে তিনি জানান। তারাগঞ্জ স্থানীয় জন খুবই ভালো বলে খুব কম সময়ের ভিতরে পরিপূর্ণ রুপে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করা সম্ভব হয়েছে বলে তিনি ইতিবাচক মন্তব্য করেন। বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- বর্তমান তারাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৩৭ হাজার।
সাক্ষাৎকার শেষ সময়ে তিনি গ্রাহকেদের সচেতনতা ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারকে দেশ উন্নয়নে সহযোগীতা করারও আহ্বান করেন।