Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪. শনিবার ,০৮ সেপ্টেম্বর ২০১৮ :আজ রাজশাহী জেলা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলিয় নিরপেক্ষ সরকাবের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য কারা হবে, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা বলে বক্তব্য রাখেন বিএনপি  চেয়ারপার্সনের উপদেষ্টা কামরুল মনির।

তিনি আরও বলেন সরকার অভূত পূর্ব প্রতিহিংসার বসবতি হয়ে বেআইনি ভাবে প্রহষনের বিচার করার জন্য নিয়মিত আদালতে বিচার না করে জেলা খানায় বিচারালয় বসিয়েছে যা দেশ বাসি প্রত্যাক্ষান করেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এড.তোফাজ্জল হোসেন তপু, প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড.কামরুল মনির, বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডল, বিশ্বনাথ সরকার,অধ্যাপক জাহাংগীর হোসেন, আব্দুর রাজ্জাক, সামিউল ইসলাম মুন, আলাউদ্দিন আলো, মহানগর যুগ্মসম্পাদক মামুনার রশিদ, জেলা যুগ্মসম্পাদক রায়হানুল আলম রায়হান, ওয়াদুদ হাসান পিন্টু।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন। 

আরও বক্তব্য গোদাগাড়ী সভাপতি আঃ সালাম সাওয়াল,পুঠিয়া সভাপতি আমিনুল হক মিন্টু, দুর্গাপুর সভাপতি গোলাম সাকলাইন, পবা আহব্বায়ক শাহাজান আলী,যুগ্ম আহব্বায়ক শাহাদত হোসেন, আড়ানি সভাপতি নজরুল ইসলাম, কাটাখালির সভাপতি জিয়াউর রহমান জিয়া, তাহের সভাপতি সামসুর রহমান মিন্টু,দূর্গাপুর সাঃ সম্পাদক ফারুক হাসান ইমাম সুমন, নওহাটা সাঃ সম্পাদক মামুন সরকার জেট, মহিলাদল সভানেত্রী রুখশানা বেগম টুকটুকি, মহিলা নেত্রী এড.সামসাদ বেগম মিতালী, জেলা জাসাসের সাঃ সম্পাদক এনাএেত আজিজ মিতা,স্বেচ্চাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী, জেলা ছাত্রদলের সাঃ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সিনিয়র সহ-সভাপতি সাহারিয়ার আমিন বিপল, যুগ্মসম্পাদক পিয়স আলী প্রমুখ।দোয়া পরিচালনা করেন চারঘাট বিএনপির সহ-সভাপতি আকবর সরকার।