Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮: শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে ফের ধরপাকড়ের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং কারা অভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে বিএনপি ঘোষিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয় হয় আজ  ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এই কর্মসূচিতে দল এবং জোটের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে ফেরার সময় মৎস ভবন ও শিল্পকলা একাডেমি মোড় থেকে বিএনপির বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হেনস্থার শিকার হন। বিএনপির কত জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায় নি।