খোলা বাজার ২৪. বৃহস্পতবার ,১৩ সেপ্টেম্বর ২০১৮: মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ আমাদের সমাজে পরকীয়া নামের এক ভাইরাস দিনে দিনে মহামারী আকার ধারণ করছে । যা আমাদের জন্য সুখময় নয়। ভেঙ্গে যাচ্ছে সুখের সংসার এই পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে। আর এই পরকীয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের কোমলমতি শিশুরা। এই পরকীয়ার কারণেই মা বাবার হাতে খুন হচ্ছে তার প্রাণের চেয়ে প্রিয় বাচ্চাটি। যা বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে আলোচিত সংবাদ।
জাতীয় সংবাদের কাগজে প্রতিদিন একটা না একটা পরকীয়া সংবাদহচ্ছে। পরকীয়া কারনে খুন এখন খুব স্বাভাবিক হয়ে উঠছে। এই পরকীয়া নামক ভাইরাস দিন দিন মহামারী আকার ধারণ করছে। এর থেকে পরিত্রাণের উপায় আমাদের খুব তারাতারি খুঁজে বের করতে হবে। পরিত্রাণের উপায় খুঁজে বেড় করতে আমাদের যতো বেশী দেরি হবে আমরা ততো বেশী ক্ষতিগ্রস্ত হবো পরকীয়া নামক ভাইরাসের আক্রমনে।
দিন দিন যে হারে এই পরকীয়া নামক ভাইরাস আমাদের সমাজে বিস্তার ঘটছে, এভাবে চলতে থাকলে খুব বেশী দিন না, মাত্র কয়েক বৎসরে ধ্বংস করে দেবে আমাদের হাজার বছরের পুরনো আমাদের অহংকারের সামাজিক ব্যবস্থাকে। পরিবর্তন করে দেবে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে। একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে তার ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ধ্বংস করে দিতে হয়। যে জাতীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি ধ্বংস সে জাতিই ধ্বংস।