খোলা বাজার ২৪. সোমবার ,১৭ সেপ্টেম্বর ২০১৮: সেবার মান উন্নত করার লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন এর কনফারেন্স হলে কনসালটেন্টদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক হাসপাতাল কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির সম্মানিত সদস্য ডাঃ তানভীর আহমদ ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব গোলাম হাফিজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন এর সম্মানিত সুপারিনটেনডেন্ট ডা: মোজাম্মেল হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা মূলক প্রতিষ্ঠান। এই হাসপাতালে মেডিসিন, সার্জারী, গাইনী, নিউরোমেডিসিন, ডায়বেটিক, ডেন্টাল, ফিজিওথেরাপি, অর্থোপেটিক সার্জারীসহ অসংখ্য বিভাগের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত কনসালটেন্টবৃন্দ হাসপাতাল এর উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। হাসপাতালের সার্বিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।