Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮: পা‌নি সংক‌টের কার‌ণে মধ্যরা‌তে হ‌লের বাই‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‌দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা।

পানি সংকট সমাধানের দাবিতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে হল গে‌টের সাম‌নে বিক্ষোভ করে তারা। প‌রে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে গি‌য়ে শিক্ষার্থী‌দের আশ্বস্ত কর‌লে তারা হ‌লে প্র‌বেশ ক‌রে।

জানা যায়, মঙ্গলবার রাত সা‌ড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা পানি সংকট সমাধানের দাবিতে হলের বাই‌রে বেরিয়ে পড়ে। এসময় তারা হল গেটের সামনে অবরোধ ও হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন।

প‌রে ঘটনাস্থলে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন। এরপর রাত ১২টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রভোস্টের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা হ‌লে প্র‌বেশ ক‌রে।

ছাত্রী‌দের দাবি, দীর্ঘ চার দিন ধরে হলের উত্তর ব্লকে তীব্র পানি সংকট দেখা দি‌য়ে‌ছে। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোন সমাধান হচ্ছে না। ফলে হ‌লের দক্ষিণ ব্লকে বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তা‌দের।

এ বিষ‌য়ে হ‌লের ক‌য়েকজন আবা‌সিক শিক্ষার্থীর সা‌থে কথা বল‌লে তারা জানায়, গত চার‌দিন ধ‌রে হ‌লে তীব্র পা‌নি সংকট দেখা দি‌য়েছে। এরফ‌লে আমরা সময়মত আমা‌দের প্র‌য়োজন মেটা‌তে পার‌ছি না। হল প্রশাসন‌কে বিষয়‌টি জান‌লেও তারা এ ‌বিষ‌য়ে কর্ণপাত কর‌ছেন না। তাই বাধ্য হয়ে হল থেকে বের হয়েছি।

এ বিষ‌য়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,‘আগামীকাল সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, কালকের দিনের মধ্যেই পানি সংকটের সকল সমস্যা সমাধান