খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮: না ফেরার দেশে চলে গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই গুয়াং মারা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশটির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।
এ খবর নিশ্চিত করেছেন জাতীয় স্বাস্থ্য সেবা কমিশনের কর্মকর্তারা। তারা বলেন, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ১০৮ সামরিক হাসপাতালে তিনি মারা যান। গত কয়েক মাস ধরে অসুস্থ এ প্রেসিডেন্টকে বাঁচাতে দেশ-বিদেশের অনেক চিকিৎসকদের চেষ্টা স্বতেও শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
উল্লেখ, ত্রান দাই গুয়াং ১৯৫৬ সালে ১২ অক্টোবর জন্তগ্রহণ করেন। তিনি পুলিশের চাকরি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। ২০১১ সালে তিনি দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৬ সালে ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হন।