Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪.রবিবার,২৩ সেপ্টেম্বর ২০১৮:  গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজ রোববার সকালে মহানগরীর ডেকেরচালা এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রেখেছে নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন অন্যান্য গার্মেন্টের শ্রমিকরাও। আজ ছুটি ঘোষণা করেছে প্রায় অর্ধশত গার্মেন্ট।

জানা যায়, তাদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়, কোরবানি ঈদের আগে। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বরের শুরুতে পরিশোধের কথা বলা হয়। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিলেও শ্রমিকরা পাননি তা। এছাড়া গতকাল শনিবার কারখানার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ জন শ্রমিক। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও কারখানা ভাংচুর করে তারা। এই বিক্ষোভ আজ ছড়িয়ে পরেছে অন্যান্য গার্মেন্টের শ্রমিকদের মাঝেও।