Thu. Oct 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪.বুধবার,২৬ সেপ্টেম্বর ২০১৮:  গত কোরবানির ঈদে অল্প সংখ্যক হলে মুক্তি পেয়েছিলো সাইমন-মাহির ‘জান্নাত’ ছবিটি। অল্প হলে মুক্তি পেলেও ছবির গল্পে মুগ্ধ হয়েছেন দর্শক। পাশাপাশি প্রশংসিত হয়েছেন ছবির নায়ক-নায়িকা। দর্শকের সাড়া দেখে এটির সিক্যুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। প্রথম ছবিটির মতো সিক্যুয়ালেও নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সাইমন ও মাহিয়া মাহিকে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জান্নাত ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে তাই আমি ছবির সিক্যুয়াল নির্মাণ করার চিন্তা করছি। এরই মধ্যে ছবির গল্প লেখার কাজ শুরু হয়েছে। বড় একটি প্রোডাকশন হাউজ থেকে ছবিটি নির্মাণ করা হবে। বড় বাজেটের ছবি হিসেবে ছবিতে কিছু চমক থাকবে।’

পরিচালক আরও জানান তাঁর পরবর্তী সিক্যুয়ালেও সাইমন ও মাহিকে মূল চরিত্রে দেখা যাবে। ছবির শুটিং শুরু হবে আগামী নভেম্বর মাসে। অন্য একটি ছবির শুটিং শেষ করেই এই ছবির কাজ ধরবেন বলে জানান পরিচালক।

সাইমন ও মাহি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।