খোলা বাজার ২৪, শনিবার ১৩ অক্টোবর ২০১৮ঃ নেপালের পশ্চিম হিমালয়ের তীব্র তুষারঝড়ে আটজন পর্বতারোহী মারা গেছেন। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন। তুষারঝড়ে পর্বতারোহীদের ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে বিবিসি খবরে।
শনিবার নেপালের মাউন্ট গুরজায় তুষারঝড়ের কবলে পড়ে দক্ষিণ কোরিয়া থেকে আসা পাঁচজন পর্বতারোহীদের একটি দল। এসময় তাদের চারজন নেপালি গাইডও ক্যাম্পে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।
ক্যাম্পের ধ্বংসাবশেষে আটটি মৃতদেহ দেখে নিশ্চিত করেছে হেলিকপ্টার থাকা উদ্ধারকারী দল। কিন্তু খারাপ অবস্থার কারণে উদ্ধারকার্য পরিচালনা করতে পারেনি তারা বলে জানা যায়।
পুলিশের মুখপাত্র সাইলেশ থাপা এএফপিকে জানান, ‘আমরা ধারনা করছি তুষারঝড়ের কারণে এই ঘটনা ঘটেছে কারণ গাছ এবং তাঁবুগুলি ভেঙ্গে গেছে। এমনকি মৃতদেহগুলো ছড়িয়ে পড়েছে।’
পুলিশের একটি উদ্ধারকরী টিম বর্তমানে পায়ে হেঁটে ঘটনা স্থলে যাচ্ছে এবং হেলিকপ্টার দলটি রবিবার ক্যাম্পে ফিরে আসাবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশে এ কর্তকর্তা।