Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪বৃহস্পতিবার.১৮ অক্টোবর ২০১৮ঃ  নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনসহ সাত দফা দাবী আদায়ে জনমত গড়তে জাতীয় ঐক্যফ্রন্ট দেশব্যাপি সমাবেশ কর্মসূচি ইতোমধ্যে ঘোষণা করেছে। আগামী ২৩ অক্টোবর সিলেটে তারা প্রথম জনসমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু করবে। তার আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কূটনৈতিকদের সাথে মতবিনিময় করবেন।

এদিকে, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে আজ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্য ফ্রন্ট। জোট গঠনের পর এদিনই প্রথম কোন কর্মসূচি করছে তারা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হবে।

বুধবার (১৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

এ বিষয়ে তিনি বলেন, ২৩ অক্টোবর সিলেটে, ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করবে ঐক্য ফ্রন্ট।

এছাড়া, জাতীয় ঐক্য ফ্রন্টের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে সমন্বয় করতে লিয়াজো কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জেএসডির আ স ম আব্দুর রব, যুক্তফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মিন্টু।