খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮ঃ বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আলাদা ভাবে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস উপজেলা সদরের মন্দির থেকে শুর" করে সৈয়দকাঠি, ইলুহার, উদয়কাঠি, বাইশারী ও সদর ইউনিয়নের বিভিন্ন মন্ডপে পূজারীদের সঙ্গে মত বিনিময় করেন। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যš- নেতৃবৃন্দ ওই কর্মসুচিতে অংশ নেন।
এসময় তালুকদার মো. ইউনুস এমপি বলেন, সব ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে এটা শুধু আওয়ামীলীগের সরকারের পক্ষেই সম্ভব হ"েছ। জোট সরকারের আমলের কথা স্মরন করিয়ে দিয়ে তিনি বলেন জাতির জনকের যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোথাও ঘট পূজা করতে হয়না। শেখ হাসিনা অসাম্প্রদায়ীক দেশ বিনিমানের মধ্য দিয়ে একটি শোষনহীন সমাজ, দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করছেন। এসময় তার সংগে ছিলেন উপজেলা আওযামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোলা, বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল, ইউএনও শেখ আব্দুলাহ সাদিদ,আওয়ামীলীগ সম্পাদক মাওলাদ হোসেন সনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমেদ কিসলুসহ নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা চেয়ারম্যান গোলাম ফার"কের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে তলা বিহীন ঝুড়ির বদনামের উদ্ধার করে দেশকে উন্নয়নের মহাসড়কে উন্নীত করেছেন। এধারা অব্যহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেক হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে নেতাকর্মীদৈর নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি উজিরপুরে পূজা মন্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে উভয় নেতা তাদের ব্যাক্তিগত তহবীল থেকে অনুদান প্রদান করেন।