খোলা বাজার ২৪, শনিবার ২০ অক্টোবর ২০১৮ঃ রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ওয়াল্টন শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন ব্রেকিংনিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।