Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 
খোলা বাজার ২৪,শনিবার,১০ নভেম্বর ২০১৮ঃ বিরোধী রাজনৈতিক দল সমুহের সাংবিধানিক ন্যায্য দাবীকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবী জানিয়ে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারীর মতো একটি একতরফা ভোটারবহীন পাতানো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। আজ্ঞাবহ মেরুদন্ডহীন দলকানা বির্তকিত নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের নির্বাচন জনগন মেনে নেবে না। সরকার বিরোধী রাজনৈতিক দল সমুহ ও সুশীল সমাজের দাবীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একতরফা নির্বানের যে তফসিল ঘোষনা করেছে তাতে দেশে সংঘাত ও সংর্ঘষের রাজনীতিকে সরকার উসকে দিয়েছে।
তিনি আজ (শনিবার) সকাল ১০ টায় নয়াপল্টস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
সভায় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মোঃ আলাউদ্দিন আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, জহুরুল হক জহির, আমিনুল ইসলাম আমিন, এস এম ইউসুফ আলী ও তানভির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ডাঃ ইরান বলেন, চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকল রাজনৈতিক দলের সংলাপের সুরাহা না হতেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। প্রধানমন্ত্রীর সাথে সংলাপে দেশবাসী গভীর ভাবে আশাম্বিত হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন জাতিকে হতাশ করে রাজনৈতিক দলগুলিকে এক সংঘাত ও সংর্ঘষের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে দেশ এক গভীর সংকটের সম্মুখীন, এমতবস্থায় সকল গনতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ২০ দলীয় জোটকে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।