খোলা বাজার ২৪,মঙ্গলবার,২০ নভেম্বর ২০১৮ঃ টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বিসিবি একাদশের ২ দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটে ৩০৩ রান করে তারা ইনিংস ঘোষণা করে। জবাবে বিসিবি একাদশ ৫ উইকেটে ২৩২ রান করে। এরপরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
বিসিবি একাদশের পক্ষে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাদমান ইসলাম। উদ্বোধীন জুটিতে ১২৬ রান তোলার পর অবশ্য আর কোন বড় পার্টনারশীপ গড়ে ওঠেনি। সৌম্য ১০টি চার ও ৩টি ছয়ে ৭৮ করেন। এছাড়া সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৭৩ রান।
মিডল অর্ডারে নাজমুল ইসলাম শান্ত ২১ ও মোহাম্মাদ মিথুন ২৭ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল ২ উইকেট নিয়েছেন। উল্লেখ্য, ২২ নভেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।