Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শনিবার,২৪ নভেম্বর ২০১৮ঃ অদ্য শনিবার বিকাল পাঁচটায় বিজয় নগরে মিডনাইট সান রেস্তোরাঁয় পিরোজপুর -২ আসনে দল থেকে (ভান্ডারিয়া-কাউখালী ও জিয়ানগর) পিরোজপুর-২ আসনের বিএনপির থেকে চার মনোনয়ন প্রত্যাশীদের এক বৈঠক হয়। 

এ প্রসঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সহ পরিবার বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু খোলাবাজার২৪ডটকমকে জানান,উক্ত মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে পিরোজপুর-২ আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে সবাই তার পক্ষেই কাজ করবে তবে নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মেদ মঞ্জুর সুমনকে বাদ দেয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।

কারণ হিসেবে সবাই একটা যুক্তি দেয় যে ঐ পরিবারের দশ বছরের মধ্যে কেউ এলাকায় যায় তো না ই আবার আওয়ামী সমর্থন পেতে জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত ইতিহাস ও বই লিখেছে নুরুল ইসলাম মঞ্জুর ও প্রকাশনায় তার ছেলে।

সেই কারণে বি এন পির নেতা কর্মী সবাই ক্ষুব্দ। তাছাড়া জনগনের সাথে তাদের কোন সম্পর্কও নাই। এমনকি জামায়াতের প্রার্থী হলেও তারা একত্রে কাজ করার ব্যাপারে ঐক্যবদ্ধ।

গতকাল নুরুল ইসলাম মঞ্জুর ছেলে তার বাসায় পিরোজপুর-২ আসনের সকল মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভার নামে যে সভাটি করেছে সেখানে আহম্মেদ মঞ্জুর সুমন ছাড়া অন্য কোন প্রার্থী ছিলো না।

তার গার্মেন্টসের কিছু কর্মচারী নিয়ে সভা করেছে তাতে পিরোজপুর-২ আসনের ভোটাররা বিভ্রান্ত হয়েছে। কারণ ঐ সভায় মনোনয়ন প্রত্যাশী কেউ ছিলো না। আজ সে কারণে আমরা বিজয়নগর মিডনাইট সান রেস্তোরাঁয় কাউখালি উপজেলা চেয়ারম্যান ও পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আহসান কবির, ডাঃ রফিকুল কবির লাবু, মেধাবী ত্যাগী ও কর্মী বান্ধব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর- ২ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম সোহাগ ও লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলো।

আমরা সবাই একমত ও ঐক্যবদ্ধ যে আহম্মেদ মঞ্জুর সুমন অরাজনৈতিক সুবিধাবাদী ব্যবসায়ীক, এবং দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে বই প্রকাশনার লেখক ও প্রকাশক তাই তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাকে মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্থ হবে নেতাকর্মী ব্যথিত হবে।

লাবুর কাছে জামায়াত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন দল যদি ধানের শীষ প্রতিকে তাদের মনোনয়ন দেন তবে তার পক্ষে দলের সিদ্ধান্তের কারণে পিরোজপুর -২ আসনে তার পক্ষে আমরা কাজ করবো।

পিরোজপুর -২ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি খোলাবাজার ২৪. ডটকমকে বলেন, আজ আমরা পিরোজপুর-২ আসনের চার প্রার্থী বিকাল পাঁচটায় কোন এক রেস্তোরাঁয় বসছিলাম এবং করনীয় বিষয় ঐক্যবদ্ধ হই যে অরাজনৈতিক কোন লোকের পক্ষে নয় দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।

গতকালের সভা সম্পর্কে বলেন, আহম্মেদ মঞ্জুর সুমন যে সভা করেছে আমরা কেউ ঐ সভায় উপস্থিত ছিলাম না তবে ভিন্ন ভাবে প্রচার হওয়ায় ক্ষোভ প্রকাশ করছি। দলের মনোনয়ন এর ব্যাপারে জানতে চাইলে বলেন, দলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনোনয়ন দিলে আমি শতভাগ আশাবাদী।