Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ০৩জানুয়ারি ২০১৯ঃদেশের প্রথম টেলিকম চ্যানেল হিসেবে সিলভার প্লে বাটন অর্জন করেছিল ইউটিউব চ্যানেল এয়ারটেল বাজ। চ্যানেলটি এখন দুই লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে।

এটি দেশের বন্ধুদের #১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেলের ইউটিউব চ্যানেল।

মর্যাদাপূর্ণ এ অর্জনের জন্য দেশজুড়ে বিস্তৃত সব বন্ধুদের ধন্যবাদ জানিয়েছে এয়ারটেল।

এয়ারটেলের আ লিক গান, ভাইরাল ভাই গান ও ইয়োলো ফেস্ট’র মতো নানা বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে টিউবটি সমৃদ্ধ হওয়ায় বন্ধুরা এতে আকৃষ্ট হয়েছে বলে বিশ্বাস ব্র্যান্ডটির।

তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর কন্টেন্টগুলো দেখতে এয়ারটেল বাজ ইউটিউব চ্যানেলটি (youtube.com/user/AirtelByyuVideos) ভিজিট করতে পারেন।