Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯ঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, সোহেল রানা শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দিবাগত রাত দুইটা ২০ মিনিটের দিকে জেলার পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামে র‍্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় পাঁচবিবির অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানা (৪২) গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র‍্যাবের দুজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।