Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ঃ বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রীতি জিনতা একটু ভিন্ন ধরণের।অন্যরা শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও প্রীতির চিন্তাটা একটু ভিন্ন।

প্রীতি একজন সফল ব্যবসায়ীও বটে। সেই সঙ্গে ক্রিকেট তার ভীষণ পছন্দ। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকও তিনি।

সেই প্রীতি জিনতা এবার ফিরিয়ে দিলেন ৬০০ টাকার সম্পত্তির অফার।অবশ্য তার পক্ষেই এটি সম্ভব।

প্রীতি এই সম্পত্তি তিনি পেয়েছিলেন দত্তক বাবা শানদার আম্রোলির সূত্রে। বলিউড পরিচালক কামাল আম্রোলির ছেলে শানদার আম্রোলি প্রীতিকে দত্তক নিয়েছিলেন। প্রীতি তার কাছেই বড় হন। মানদারের মৃত্যুতে ৬০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী হন প্রীতি। কিন্তু সেই সম্পত্তি নিতে না করে দিলেন প্রীতি।

কারণ হিসেবে জানা গেল, নিজের পরিশ্রমের ওপর বেশি ভরসা এই প্রীতির। আর সে কারণেই তিনি আজ সফল ব্যবসায়ী। সে কারণেই খুব অনায়াসেই তিনি ৬০০ কোটির সম্পত্তি পায়ে ঠেলতে পারলেন।