Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ঃ ০২ফেব্রুয়ারী ২০১৯ তারিখ, শনিবার এনআরবি গ্লোবাল ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সন্মেলন-২০১৯ গুলশানস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

উক্ত সন্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় বিগত বছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়।

২০১৯ সালে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে জানানো হয়। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ ও মোহাম্মদ শামসুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ৫৭টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।