Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, সোমবার , ০৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত করেছে বিএনপি।  তবে ওইদিন নতুন কর্মসূচি দিয়েছে দলটি। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশ ডেকেছে তারা। এছাড়া ৯ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।
এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বইমেলার কারণে এ কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।