
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের সম্মান জানাতে এ বছর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি নতুনভাবে কয়্যারের আয়োজন করে গ্রামীণফোন।
চট্টগ্রামের ‘এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন’-এর বিভিন্ন ভাষাভাষী ছাত্রী তাদের সম্মিলিত কণ্ঠে সুর ঠিক রেখে গানটি পরিবেশন করবেন।
এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে ১৬টি দেশের বিভিন্ন ভাষার ছাত্রীরা লেখাপড়া করছেন। তাদের সম্মিলিত কণ্ঠে ও ভাষায় একুশের গান একটি ভিন্ন মাত্রা পাবে বলে জানিয়েছেন গ্রামীণফোনের পৃষ্ঠপোষকরা।
কয়্যারে সঙ্গীত নির্দেশনায় থাকছেন আরমিন মুসা। তিনি বলেন, ‘একুশের গানের সঙ্গে কয়্যার পরিবেশনায় যুক্ত হতে পেরে অনেক আনন্দিত। আর গর্বিত এই পরিবেশনের অংশ হতে পেরে।’
এই আয়োজনে এবার রয়েছেন গানটির সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। নতুন আঙ্গিকে গাওয়া হচ্ছে জেনে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে।
তিনি বলেন, “আমার উপস্থিতিতে বাবাকে উৎসর্গ করে ‘একুশের গান’ এর আগে কখনোই হয়নি। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হলো। মাতৃভাষার গান মাতৃতুল্যদের কণ্ঠে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে সম্মান জানাই।”