Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ১০ এপ্রিল ২০১৯ঃ সবাই তাকে ঢাকাই ছবির নায়িকা হিসেবেই চেনে। কিন্তু এবার নতুন পরিচয়ে ধরা দিলেন চিত্রনায়িকা আঁচল। প্রথমবারের মতো একটি মিউজিস ভিডিওতে মডেল হয়েছেন এই অভিনেত্রী।

রোজিনা খানের কণ্ঠে ‘চন্দ্র তারা’ শিরোনামের গানটির কথা-সুর-সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটিতে আঁচলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাঞ্জু জন।

‘চন্দ্র তারা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। এরইমধ্যে শওকত আলী ইমনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

রুপালি পর্দার বাইরে হঠাৎ মিউজিক ভিডিওতে যুক্ত হওয়া প্রসঙ্গে আঁচল বলেন, ‘এ গানটি নিয়ে পরিচালকের পরিকল্পনা আমাকে ভাবিয়েছে। আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

‘চন্দ্র তারা’য় সাড়া মিললে ভবিষ্যতেও মিউজিক ভিডিওতে তাকে দেখা যেতে পারে বলে জানান আঁচল।