Mon. Oct 20th, 2025
Advertisements

হোস্টেলে মাদ্রাসাছাত্রী ‘ধর্ষণের শিকার’, অধ্যক্ষ-দোকানি গ্রেপ্তার

খােলাবাজার ২৪,শনিবার, ২০ এপ্রিল ২০১৯ঃবাগেরহাটের রামপাল উপজেলায় একটি হোস্টেলে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসাছাত্রীর মামা বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে এই মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে- মাদ্রাসার হোস্টেলের সুপারভাইজার, হোস্টেলের পাশের এক দোকানি (১৯), মাদ্রাসার অধ্যক্ষ (৫৫) এবং তার স্ত্রী।

গতকাল রাতেই মাদ্রাসার অধ্যক্ষ ও দোকানিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ১১ বছর বসয়ী ওই মেয়েটির বাড়ি নওগাঁ জেলায়। সে রামপালে একটি মাদ্রাসার হোস্টেলে থেকে দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে। পাশের মুদি দোকানি (১৯) গত ১১ এপ্রিল রাতে কৌশলে ওই মাদ্রাসার হোস্টেলে ঢুকে মেয়েটিকে তুলে অন্য একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি ঘটনা সহপাঠীদের জানায়। এরপর মাদ্রাসার অধ্যক্ষ এবং হোস্টেল সুপারসহ অন্যরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।