Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার,  ২৬এপ্রিল ২০১৯ঃ ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুসারে টেস্ট খেলুড়ে ১২টি দলের মধ্যে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি দল।

বিশ্বকাপের গত আসরগুলোতে অংশ নেওয়া জিম্বাবুয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে বাছাইপর্বের গণ্ডিতে পড়ে যায়। বাছাই পর্বে আফগানিস্তানের সঙ্গে পাল্লা দিতে না পারায় বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।

অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। এর মধ্যে অংশ নিতে যাওয়া দশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে।

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। আর ২৪ এপ্রিল শেষ দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করল ওয়েস্ট ইন্ডিজ।

তবে ইনজুরি ছাড়াই এ সব দলে এখনও আসতে বদল। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৩ মে পর্যন্ত যে কোনও দল আইসিসির অনুমতি ছাড়াই দলে বদল আনতে পারবে। সে কারণে ইংল্যান্ড ও পাকিস্তান তাদের ১৫ জনের দলকেও বলছে প্রাথমিক দল। বিশ্বকাপের আগে দুদলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পরই হবে চূড়ান্ত দল।

বাংলাদেশের নির্বাচকরা ঘোষিত দলকে চূড়ান্ত বললেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় আনার কথা বলছেন।

চলুন এক নজরে জেনে নিই বিশ্বকাপে ১০টি দলে যারা থাকছেন

বিশ্বকাপে বাংলাদেশের দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপে ইংল্যান্ডের দল

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বিশ্বকাপে ভারতের দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, জুববেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অ্যাডান মার্কওরাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাব্রিজ শামসি।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক),নাথান কোল্টার-নাইল,প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

বিশ্বকাপে পাকিস্তানের দল

মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।

বিশ্বকাপে শ্রীলংকার দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, জেফ্রে ভান্দার্সে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, মিলিন্দা সিরিবর্ধনে ও জীবন মেন্ডিস।

বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াড

গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহীদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হিটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান এলেন ও শ্যানন গ্যাব্রিয়েল।