Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ০৫মে ২০১৯ঃসোমবার সকালে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। চাকুরীতে যোগদানের পর তাকে ফেনীর ডাক বাংলা শাখায় পদায়ন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকুরী প্রদান করেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আনন্দ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ২০১৯ সালে নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় প্রধানমন্ত্রী তাদেরকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী নুসরাতের বড় ভাই নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকুরি প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চাকুরির নিয়োগ পত্রটি নোমানের হাতে হস্তান্তর করেন।