Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার, ২০মে ২০১৯ঃ হিমোফিলিয়া। একটি দুরারোগ্য ব্যাধির নাম। এইরোগে আক্রান্ত হলে বরণ করতে স্বাভাবিক মৃত্যুর আগেই মরন। এই রোগ সারানোর ওষধ বা পদ্ধতি আজো আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। তাই আক্রান্ত রোগীদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানালেন চিকিৎসক এবং আক্রান্ত রোগীরা।

হিমোফিলিয়া, মানব ইতিহাসের দুরারোগ্য একটি ব্যাধির নাম। এ রোগে আক্রান্তদের শরীরের কোনো অংশ কাটা ছেড়া হলে রক্তক্ষরণ বন্ধ করা যায় না। আর এটি বংশাণুক্রমিক রোগ। এ জীবাণুর বাহক নারী আর আক্রান্ত হয় পুরুষ।

বাংলাদেশে এই রোগে আক্রান্ত কত জন রোগী আছেন সে বিষয়ে নেই কোন সঠিক পরিসংখ্যান। তবে চিকিৎসকরা ধারণা করছেন, এরকম রোগীর সংখ্যা ১৮ থেকে ২০ হাজার।

চিকিৎসকরা বলছেন, এইসব রোগীদের সম্পূর্ণভাবে সুস্থ্য করার পদ্ধতি এখনও আবিষ্কার করা যায়নি। তবে সাময়িকভাবে এর চিকিৎসার সুযোগ আছে। তবে তা ব্যয়বহুল।

যেহেতু এই রোগ সম্পূর্ণভাবে ভালো হবার নয় তাই প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ চিকিৎসকদের।