খােলাবাজার ২৪, বুধবার, ২২ মে ২০১৯ঃ সুন্দরবনের বাঘ জরিপের ফলাফল প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.। আজ দুপুরে আগারগাঁও বন ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ জরিপের ফলাফল প্রকাশ করেন। ফলাফলে বলা হয় সুন্দরবনে সংখ্যা বেড়ে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি।
ঝবপড়হফ চযধংব-ঝঃধঃঁং ড়ভ ঞরমবৎ রহ ইধহমষধফবংয ঝঁহফধৎনধহ ২০১৮ নামে এ রিপোর্ট এর মোড়ক উন্মোচন উপলক্ষে মন্ত্রী বলেন, রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের সৌর্যবীর্যের প্রতীক। সারা বিশ্ব বাংলাদেশকে চেনে বাঘের দেশ হিশেবে। আমাদের জাতীয় ক্রিকেট টিমকে আমরা বলি টিম টাইগার। সেই বাঘকে রক্ষার জন্য ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বের বাঘ আছে এমন দেশসমূহের সম্মেলনে যোগদান করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশে বাঘের সংখ্যা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তা আমরা পালন করতে পেরেছি। ২০১৫ সালের জরিপ অনুযায়ী আমাদের দেশে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। বর্তমান জরিপে বেড়ে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪টি। আমরা আশা করি আমাদের সময়োপযোগী তৎপরতার মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়াতে পারবো।
টঝঅওউ এর আর্থিক সহযোগিতায় ইবহমধষ ঞরমবৎ ঈড়হংবৎাধঃরড়হ অপঃরারঃু (ইঅএঐ) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে বাঘ গণনার কার্যক্রম শুরু করা হয় ২১০৬ সালের ১লা ডিসেম্বর। ২০১৬ সাল থেকে শুরু করে ২০১৮ সালের ২৪শে এপ্রিল পর্যন্ত চারটি ধাপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও শরণখোলা রেঞ্জের তিনটি ব্লকের ১,৬৫৬ বর্গ কিঃ মিঃ এলাকায় বিশেষ এক ধরনের ক্যামেরা ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। মোট ২৪৯ দিনব্যাপী পরিচালিত এ জরিপ কার্যক্রমে ৬৩টি পূর্ণবয়স্ক বাঘ, ৪টি জুভেনাইল বাঘ এবং ৫টি অপ্রাপ্ত বয়স্ক বাঘের সর্বমোট ২৪৬৬ টি ছবি পাওয়া যায়। ঝঊঈজ মডেলে তথ্য বিশ্লেষণ করে সুন্দরবনের প্রতি ১০০ বর্গ কিঃ মিঃ এলাকায় বাঘের আপেক্ষিক ঘনত্ব পাওয়া যায় ২.৫৫+০.৩২। সুন্দরবনে বাঘের বিচরণ ক্ষেত্র ৪,৪৬৪ কিঃ মিঃ এলাকাকে আপেক্ষিক ঘনত্ব দিয়ে গুণন করে বাঘের সংখ্যা হিসাব করা হয়েছে ১১৪টি। এ হিসাব অনুযায়ী ২০১৮ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা শতকরা ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। ব্লক অনুযায়ী বাঘের ঘনত্ব বিশ্লেষণ করে দেখা যায় যে, শরণখোলা রেঞ্জে বাঘের ঘনত্ব সবচেয়ে বেশী (৩.৩৩ বাঘ/১০০ বর্গ কিঃ মিঃ)এবং খুলনা রেঞ্জে বাঘের ঘনত্ব সবচেয়ে কম (১.২১ বাঘ/১০০ বর্গ কিঃ মিঃ)।
২০১৫ সালে সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে প্রথমবারের মত বাঘ গণনার কার্যক্রম শুরু করা হয়েছিল। সে হিসাব অনুযায়ী বাঘের ঘনত্ব ছিল প্রতি ১০০ বর্গ কিঃ মিঃ এ ২.১৭টি এবং মোট বাঘের সংখ্যা ছিল ১০৬টি। বন অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে জরিপ কাজে অংশগ্রহণ করে ডরষফঃবধস, ঝসরঃযংড়হরধহ ঈড়হংবৎাধঃরড়হ ইরড়ষড়মু ওহংঃরঃঁঃব, টঝঅ এবং তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরীতে সহযোগিতা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।