Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার ২৯ মে ২০১৯ঃইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘রেমিট্যান্স সেবা পক্ষ ২০১৯’ উপলক্ষ্যে এক গ্রাহক সমাবেশ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওমর ফারুক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান হাসনে আলম।
এসময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহ ও মো. মতিয়ার রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. এম. কামাল উদ্দিন জসিম, মুহাম্মদ গোলাম রাব্বানী ও এ. কে. এম মাহবুব মোরশেদ উপস্থিত ছিলেন। গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন আলী আকবর মোল্লা, খান আরিফুর রহমান, শাহরুন নেসা ও আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শাখার রেমিট্যান্স গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।