Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার ১৭ জুন ২০১৯ঃ বিশ্বকাপে চার ম্যাচ খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্ত হওয়ার স্বাদ পেয়েছেন ক্যারিবীয়রা। তাদের সংগ্রহে আছে ৩ পয়েন্ট।

এতে চিন্তার ভাঁজ তাদের কপালে। সেমিফাইনালে যাওয়ার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই হোল্ডার বাহিনী। এ অবস্থায় সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হচ্ছেন তারা।

গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের একাদশ কেমন হবে তা নিয়ে কৌতূহলী সমর্থকরা। অবশ্য টাইগারদের বিপক্ষে একাদশে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটিংনির্ভরই থাকছেন ক্যারিবিয়ানরা। সঙ্গে পেস বোলিংয়ের ওপর জোর দিচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।