খােলাবাজার ২৪,শনিবার,০৬জুলাই,২০১৯ঃ কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে একটি রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশসীমার কাছে চলে আসা মার্কিন গোয়েন্দা বিমানটি ছিল পি-৮এ পোসেডিয়ন মডেলের এবং এটিকে রাশিয়ার আকাশসীমা থেকে হটিয়ে দেয়া হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একই ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছে। তারা দাবি করেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি কৃষ্ণসাগরে আন্তর্জাতিক পানিসীমার আকাশে ছিল এবং এটির গতিরোধ করে রুশ জঙ্গিবিমানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মার্কিন গোয়েন্দা বিমানটি থেকে তোলা সুখোই জঙ্গিবিমান উড়ে যাওয়ার ছবি ও ভিডিও চিত্র প্রকাশ করেছে আমেরিকা।
রুশ জঙ্গিবিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে চলে গেছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। গত ৩ জুলাই ক্রিমিয়া প্রজাতন্ত্রের কাছে এ ঘটনা ঘটেছে বলে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে।
রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান (ফাইল ছবি)
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বর্তমানে কৃষ্ণসাগরে ১২ দিন-ব্যাপী সামরিক মহড়া চালাচ্ছে। আমেরিকা ও ব্রিটেনসহ ১৯ দেশের প্রায় ৩,০০০ সেনা গত ১ জুলাই থেকে এ মহড়া শুরু করেছে। এ মহড়ায় অংশগ্রহণকারী বিমান ও জাহাজগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া।
এর আগে গত মঙ্গলবার রাশিয়ার পানিসীমার কাছে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ার ও কানাডার একটি ফ্রিগেটকে আটকে দিয়েছিল মস্কো। রাশিয়ার পানিসীমার কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের তৎপরতা বৃদ্ধিতে রাশিয়া বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।- পার্স টুডে