Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 মন্ত্রী হচ্ছেন ইমরান, প্রতিমন্ত্রী ইন্দিরা ॥ শপথ শনিবার

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বার সরকার গঠনের সাত মাসের মাথায় সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। এতে একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন, সেই সঙ্গে সরকারে যুক্ত হচ্ছেন নতুন একজন প্রতিমন্ত্রী।

এ দু’জন হলেন ইমরান আহমেদ ও ইন্দিরা ফজিলাতুন্নেসা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে দেওয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।

আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলেও জানিয়েছেন তিনি।