Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
padma-2pm
খােলাবাজার ২৪,রবিার,১৪জুলাই,২০১৯ঃশুরু হয়েছে পদ্মা সেতুর শেষ পাইল ড্রাইভিংয়ের কাজ। এর মধ্য দিয়ে সেতুর ২৯৪টি পাইলের সবগুলোর কাজই শেষ হবে আজ।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে পদ্মা নদীর জাজিরা প্রান্তে সেতুর ২৬ নম্বর পিলারে ড্রাইভিংয়ের কাজ শুরু হয়। এখনো পাইল বসানোর কাজ চলছে।
এর আগে সকালে নির্ধারিত ২৬ নম্বর পিলারে পাইল ড্রাইভিংয়ের প্রস্তুতি নেয় দেশি বিদেশী প্রকৌশলীরা।

এই পাইলটি ড্রাইভ করা হলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে শতভাগ পিলারের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর শুরু হয়েছিল সেতুর পাইল ড্রাইভিংয়ের কাজ।