Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার ,২১জুলাই,২০১৯ঃ পার্বত্য জেলা বান্দরবানের আজিজনগরে (চৌধুরী শপিং কমপ্লেক্স, আজিজনগর, লামা, বান্দরবান) জুলাই ২১,২০১৯ ইং তারিখে ডাচ্‌ বাংলা ব্যাংকের ১৮৬তম শাখার উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের আজিজনগর শাখার উদ্বোধন করেন। ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক জনাব আবুল কাসেম মোঃ শিরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আজিজনগর শাখাটি উদ্বোধনের পর থেকেই ব্যাংকের অন্যান্য শাখার মতো গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন সহ সকল প্রকার অনলাইন ব্যাংকিং সেবা চালু হয়েছে। শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিল্পউদ্যোক্তা সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ জাকির হোসেন মজুমদার, পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হোসেন, ডাচ্‌-বাংলা ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব শহিদুর রাহমান খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চীফ অপারেটিং অফিসার জনাব এহ্‌তেশামুল হক খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।