Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, মঙ্গলবার ,২৩জুলাই,২০১৯ঃ  রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ঈদুল ফিতরের মতো এবারও ভিড় কমাতে কমলাপুর এলাকাসহ পাঁচটি এলাকায় টিকেট বিক্রি করা হবে। অর্ধেক টিকেট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঈদের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এ ছাড়া ফিরতি টিকেট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে।’

এ সময় মন্ত্রী জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুলাই পাওয়া যাবে ৭ আগস্টের টিকেট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকেট।’

মন্ত্রী আরো জানান, রাজধানীর পাঁচ স্থান থেকে ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকেট। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ জামালপুরগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট। ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পাঁচটি স্টেশন থেকে টিকেট কিনতে পারবেন যাত্রীরা।