Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, মঙ্গলবার ,২৩জুলাই,২০১৯ঃস্কটল্যান্ডের ফির্থ অব ক্লাইডে একটি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। ‘ইঞ্চমারনক’ নামক দ্বীপে অবস্থিত ওই বাড়িটি কিনলে মালিকানা পাবেন পুরো দ্বীপটিরই।

প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটির মূল্য চাওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকা। দ্বীপটিতে ৬৬০ একরের জমিতে বিশালাকার একটি বাড়ি ছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ঘর, একটি খামার, নিজস্ব ফেরি ও ফেরিঘাট।

শহরের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিতে যেতে সময় লাগে ১০ মিনিট। দ্বীপে রয়েছে প্রায় আট কিলোমিটার তটরেখা ও দেড় মাইল নদীর পাড়। ব্রোঞ্জ যুগের কবর থেকে শুরু করে নানা যুদ্ধের চিহ্ন রয়েছে এখানে। ১৯৮৬ সালে এই দ্বীপের শেষ বসবাসকারী বাড়ি বিক্রি করে চলে যান।১৯৯৯ সালে এক পরিবার দ্বীপটি কিনলেও তারা বাড়িটিকে ছুটি কাটানোর জন্যই ব্যবহার করতেন। বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা স্ট্রাট ও পার্কার নামে দুই রিয়েল এস্টেট এজেন্ট বলেন, দ্বীপটি শুধু ঐতিহ্যে মোড়া নয়, এখানে খামার থাকায় দুগ্ধজাতীয় পণ্যের ব্যবসা করা সম্ভব।

নদীর পাড়ে বিভিন্ন ওয়াটার স্পোর্টস ও মাছ ধরার সুযোগ আছে। রয়েছে হেরিং সিগালদের বাসাও।